ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

লিবিয়ার যুদ্ধবাজ নেতা হাফতার ইসরাইলে

সংগ্রাম অনলাইন ডেস্ক: লিবিয়ার কুখ্যাত যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার একটি বিমানে করে ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছেন। এটা তিন মাসের মধ্যে তার দ্বিতীয় ইসরাইল সফর। শনিবার ইসরাইলি গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

এ বিষয়ে ‘ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন’ বলেছে, শুক্রবার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার আগে হাফতারের বিমানটি দু’ঘণ্টা ধরে আকাশে উড়েছিল। কিন্তু, ওই সময় হাফতারের বিমানটি জানায়নি যে তার মূল গন্তব্যস্থল কোথায়।

সংবাদ সম্প্রচারের সময় ইসরায়েলি গণমাধ্যমটি বলেনি যে ওই বিমানে আর কোন ব্যক্তি আছেন।

পরে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের সামরিক প্রতিবেদক ইটাই ব্লুমেনথাল তার টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে বলেন, খলিফা হাফতারের ব্যক্তিগত বিমান এখন ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। এখানে আসার আগে সাইপ্রাসে এক কূটনীতিক সফরে যান হাফতার।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

অনলাইন আপডেট

আর্কাইভ