ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ

সংগ্রাম অনলাইন ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বার্তা সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব তথ্য জানা গেছে। কিন্তু, কেন এ ধরনের বিস্ফোরণের ঘটনা সংঘটিত হলো তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনার পর ইরানি কর্তৃপক্ষ বলেছে, ইরানি সেনাবাহিনী একটি অঘোষিত আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছিল। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়ায় ইরান এ সামরিক মহড়ার আয়োজন করে।

এদিকে ইরানের আসাদাবাদ শহরের গভর্নর বলেন, বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। কিন্তু, কী কারণে এমন বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স বলেছে, পরিবেশগত কারণে প্রথমে এ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটিকে বজ্রপাত বলে মনে করা হয়েছিল। পরে আসল ঘটনা জানা গেছে। এ বিকট শব্দ মূলত বিমান প্রতিরোধে ব্যবহৃত বন্দুক ‘এন্টি এয়ারক্রাফট গান’ থেকে এসেছে।

সূত্র : রয়টার্স

অনলাইন আপডেট

আর্কাইভ