বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নরসিংদীতে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই

আমাদের মাতৃভূমি বাংলাদেশে রয়েছে প্রচুর তরুণ জনগোষ্ঠী। তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে দেশকে বদলে দেয়ার অপার সম্ভাবনা। নরসিংদী জেলার মানুষ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী প্রকৃতির। যদি তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেয়া যায় তাহলে তাদের মেধা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, যা থেকে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হয়। দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করতে বাধ্য হচ্ছে। কিন্তু বেসকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও ব্যবস্থা খুবই ব্যয়বহুল হওয়ায় অনেক শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তাদের উচ্চশিক্ষার স্বপ্নকে জলাঞ্জলি দিতে হচ্ছে এবং দেশ হারাচ্ছে দক্ষ জনশক্তি। ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এরই প্রেক্ষাপটে জাতি ও রাষ্ট্রের উন্নয়নের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

-সানজিদা আক্তার

খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান অনুষদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল।

অনলাইন আপডেট

আর্কাইভ