শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘ওমিক্রন’ আতঙ্কে টেস্ট শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন ফিলান্ডার

স্পোর্টস রিপোর্টার: পাকিস্তানের পেস বোলিং পরামর্শক ভারনন ফিলান্ডার টেস্ট শেস না করেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন। আজ রাতে তিনি ঢাকা ছাড়বেন। অবশ্য পরিকল্পনা ছিল বাংলাদেশের বিপক্ষের প্রথম টেস্ট শেষে তিনি দেশে ফিরে যাবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টের কারণে তাকে আগে-ভাগেই ফিরে যেতে হচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অন্যান্য দেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ আরও ছয়টি দেশ নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কিছু দেশ। 

এছাড়া আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার সরকার দেশটিতে শার্টডাউন ঘোষণা করেছে। এই অবস্থায় পাকিস্তানের পেস বোলিং উপদেষ্টা ভারনন ফিল্যান্ডার আজ বাংলাদেশ ছাড়বেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম টেস্ট শেষ করে আগামী ৩০ নভেম্বর ফিল্যান্ডারের বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুই দিন আগেই চলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। আগামী ৩০ নভেম্বর ফিল্যান্ডারের সঙ্গে পিসিবির চুক্তি এমনিতেই শেষ হয়ে যেতো। তবে করোনাভাইরাসের নতুন ধরনের কারণে আগেভাগেই পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে সাবেক প্রোটিয়া পেসারের। এদিকে আলোক স্বল্পতার কারণে চট্টগ্রাম টেস্টে প্রতিদিনই ওভার হারাচ্ছে। তিনদিন খেলা হলেও একদিনও ৯০ ওভার খেলা হয়নি। গতকাল তো খেলা হয়েছে মাত্র ৭৭ ওভার। এরপর আলোক স্বল্পতার কারণে স্ট্যাম্পড ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। তবে আজ চতুর্থ দিনের খেলা সকাল ৯টা ৫৯ মিনিটে শুরু হবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ