শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ॥ আহত ৪

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে। মেহেরপুর  সদর  উপজেলা মাদ্রাসার এক পরীক্ষার্থী নিহত হয়েছে। মেহেরপুর শহরের শিল্পকলা একাডেমি মোড়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২১) নামের শিক্ষার্থী নিহত হয়।  সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া হাটপাড়ার ক্বারী মোহাম্মদ তৌফিক এলাহির ছোট ছেলে। সে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা থেকে আসন্ন আলিম পরীক্ষার্থী ছিল। নিহত আলমগীর হোসেনের বন্ধু রাকিবুল ইসলাম জানান, তারা মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে মোটরসাইকেল যোগে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিল্পকলা মোড়ে স্প্রিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল আরোহী দু’জনই সড়কে ছিটকে পড়ে।
এতে আলমগীর হোসেন মাথায় আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা শুরু করার পরপরই সে মারা যায়। এদিকে গাংনী  উপজেলায় আড়পাড়া বাজারে মোটরসাইকেল কে টলিতে ধাক্কা মারলে  রোজা খাতুন (১০)  নিহত হন। এলাকার সূত্রে জানা যায় বাবা-মার সাথে গাংনী উপজেলা গোপাল নগর গ্রাম থেকে নানির বাড়ি যাওয়ার সময় পথের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে, এতে মা-বাবা আহত হন তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল  হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্যও মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী চিকিৎসক  জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তাদের  মৃত্যু হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ