শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শিবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মমিনুল ইসলাম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সুফিয়ান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মমিনুল ইসলামের বাড়ির নির্মাণাধীন টয়লেট তৈরিকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ জুলাই পার্শবর্তী সুফিয়ানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুফিয়ান মমিনুলের গলায় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ