শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হেইডেনকে কুরআন শেখাচ্ছেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন। তার অধীনে বিশ্বকাপে বেশ ভালো ব্যাটিং করে চলেছে পাকিস্তান। বিশেষ করে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছুটছেন অদম্য গতিতে। শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সময় কাটছে হেইডেনের। প্রাত্যাহিক জীবনের নানান বিষয় নিয়ে আলোচনা করেন দুজন। নিজের আগ্রহ থেকেই রিজওয়ানের সঙ্গে ইসলাম ধর্ম নিয়েও কথা বলছেন হেইডেন। হেইডেন যেন ইসলাম ধর্ম সম্পর্কে আরও জানতে ও বুঝতে পারেন, তাই তাকে একটি আল কুরআন উপহার দিয়েছেন রিজওয়ান। এটিকে অন্যতম স্মরণীয় এক মুহূর্ত হিসেবেই উল্লেখ করেছেন সাবেক অসি তারকা। তাকে কুরআন পাঠও শেখাচ্ছেন রিজওয়ান। নিউজ কর্প অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে হেইডেন বলেছেন, ‘(আমাকে কুরআন উপহার দিয়েছে) রিজওয়ান। আমি বলবো এটি অন্যতম সুন্দর একটি মুহূর্ত ছিল। আমি কখনও এটি ভুলবো না। এসময় ইসলাম ধর্ম সম্পর্কে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি বরাবরই ইসলাম নিয়ে কৌতূহলী। যদিও আমি একজন খ্রিস্টান। একজন যিশুকে অনুসরণ করে, অন্যজন মোহাম্মদ (সা.)কে। দুজনের কখনও মুখোমুখি হওয়ার কথা নয়। তবে সে (রিজওয়ান) আমাকে কুরআনের ইংলিশ ভার্সন উপহার দিয়েছে। উপহার পেয়ে বসে থাকেননি হেইডেন। নিয়মিত এটি পড়ছেন বলেও জানালেন তিনি, ‘আমরা জমীনে বসে প্রায় আধঘণ্টা ধরে এটি নিয়ে আলোচনা করেছি। আমি প্রতিদিন অল্প অল্প করে (কুরআন) পড়ছি। রিজওয়ান আমার অন্যতম পছন্দের ব্যক্তিত্ব। সে চ্যাম্পিয়ন মানসিকতার মানুষ।’

অনলাইন আপডেট

আর্কাইভ