বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন সম্রাট বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে  রোববার নগরীর ষোলশহর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বায়েজিদ বোস্তামী রোডস্থ ষোলশহর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে সম্রাট বেকারীর বিরুদ্ধে মামলা রুজু পুর্বক ৫০ হাজার এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার টাকা জমিরনা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ