শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ম্যারাডোনা কাপে লড়বে বার্সেলোনা- বোকা জুনিয়র্স

২০২০ সালের নবেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন দিয়েগো ম্যারাডোনা। প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির স্মরণে প্রতিবছরই অনুষ্ঠিত হবে ‘ম্যারাডোনা কাপ’। আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। আর প্রথম আসরে মুখোমুখি হবে ম্যারাডোনার দুই ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বার্সার বিবৃতিতে বলা হয়, ‘প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে এবং তার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ১৪ই ডিসেম্বর এফসি বার্সেলোনা এবং ক্লাব অ্যাটলেটিকো বোকা জুনিয়র্স ‘ম্যারাডোনা কাপ’-এ মুখোমুখি হবে।’ বোকা জুনিয়র্স ক্লাব কর্তৃপক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে, মার্সোল পার্ক স্টেডিয়ামে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব এন্টারটেইনমেন্টের সভাপতি তৃর্কি আল শেখ আবার স্প্যানিশ লীগের সেগুন্দা (দ্বিতীয় সারি) বিভাগের ক্লাব আলমেরিয়ার মালিক। তার চেষ্টাতেই মূলত ম্যাচটি রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ