বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ইত্তেফাকে প্রকাশিত সংবাদে জামায়াতের প্রতিবাদ

২৩ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার শেষ পৃষ্ঠায় “১৬৪ ধারায় জবানবন্দী দিলেন জামায়াত নেতা” শিরোনামে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
গতকাল শনিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২৩ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘১৬৪ ধারায় জবানবন্দী দিলেন জামায়াত নেতা’ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত খবরে কামালউদ্দিন আব্বাসী নামে যাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দেয়া হয়েছে তার সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই না করে তার সাথে জামায়াতকে জড়িয়ে মিথ্যাচার করা একশ্রেণীর রিপোর্টারের বদ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা এ মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ