শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মীরসরাই নির্বাচন অফিসে ভোগান্তি

মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: মীরসরাই নির্বাচন অফিসে সেবা না পাওয়ার অভিযোগ ওঠেছে। নতুন ভোটারদের কাগজপত্র জমা না নিয়ে করা হচ্ছে নানা রকমের হয়রানি এমন অভিযোগও দীর্ঘ দিনের। ভুক্তভোগীরা বলছেন, এখন হয়রানির প্রাণ কেন্দ্র মীরসরাই উপজেলা নির্বাচন অফিস। দায়িত্বরতরা আমাদের পাত্তাই দিচ্ছে না। অভিযোগ আছে, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় নির্বাচন কর্মকর্তা অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও ১১টার সময়ও দেখা মিলেনা উপজেলা ইসি কর্মকর্তা মো. ফারুক হোসাইনের। এছাড়া রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, নেটওয়ার্ক সমস্যা, লকডাউন ইত্যাদিসহ নানা অজুহাত। এসব অজুহাতে সেবা পেতে ভুক্তভোগীরা মাসের পর মাস এসেও পাচ্ছেন না সেবা। ভুক্তভোগীরা জানান, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বারবার নির্বাচন অফিসে ধরণা দিলেও জমা নেয়া তো দূরের কথা ভালোভাবে কথাই বলছে না দায়িত্বরত কর্মকর্তারা। কেউ কেউ ২/৩ মাস ধরে আসছেন নির্বাচন অফিসে। তবুও মিলছে না সেবা! সেবা নিতে আসা মো. মনজু জানান, গত দুই মাসে বেশ কয়েকবার কাগজ জমা দিতে আসলেও সব সময় নানান ধরণের অজুহাত দিয়ে কাগজপত্র জমা না নিয়ে ফিরিয়ে দিয়েছে। জাবেদ হোসেন জানান, আমি এ পর্যন্ত প্রায় ৩/৪ বার নির্বাচন অফিসে আসছি। আমাকে নানান সময় বিভিন্ন তারিখ দিলেও সবশেষ আমাকে ২১ তারিখের পর আসতে বললে আমি আজকে ২৩ সেপ্টেম্বর) আসি। কিন্তু আজকেও আমার কাগজ জমা নিবে না বলে চলে যেতে বললো। মামুন জানান, আমি গত ৮/১০ বার কাগজ জমা দিতে এসেছি। কিন্তু কখনও অফিসার আসেনি, কখনও কারেন্ট নাই, কখনও নেটওয়ার্ক সমস্যা, কখনও লকডাউন এসব নানান অজুহাত দিয়ে কাগজপত্র জমা না নিয়ে আমাকে ফিরিয়ে দেয়া হয়। আজ ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সরেজমিনে এর সত্যতা মিলেছে। দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টায় অফিসে আসার কথা থাকলেও দুপুর সাড়ে ১১ টায়ও দেখা মিলেনি নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইনের। এতে সেবা নিতে আসা শত শত মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিললেও সেবা নিতে আসা মানুষের সাথে অশোভনীয় আচরণ করছেন এই কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে ফারুক হোসাইন প্রতিবেদককে বলেন, আপনাকে আমি জবাবদিহিতা কিংবা কৈফিয়ৎ দিতে হবে? সামনে ইউপি নির্বাচন তাই আপাতত নতুন ভোটারদের কাগজপত্র জমা নেয়া হচ্ছে না। নির্বাচনের পর পুণরায় নতুনদের থেকে জমা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ