বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দল ঘোষণার পর কোচ মিসবাহ-ওয়াকারের একসঙ্গে পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল ঘোষণার পরই পদত্যাগের সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর। বিশ্বকাপের মাসদেড়েক বাকি থাকতে দুই মূল কোচের পদত্যাগে বেশ বিপাকেই পড়তে হবে পাকিস্তান দলকে। এতো অল্প সময়ের মধ্যে নতুন কোচ খুঁজে পাওয়া বেশ কঠিনই হবে। ২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন মিসবাহ ও ওয়াকার। বোর্ডের সঙ্গে তাদের চুক্তির প্রায় এক বছর বাকি ছিলো। এর মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন দুজন। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দুই সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও সাকলাইন মুশতাককে দায়িত্ব দেয়া হয়েছে। পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে পরিবারকে আরও সময় দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মিসবাহ। তবে মিসবাহ মানছেন, বিশ্বকাপের আগে দিয়ে এমন সিদ্ধান্ত দলের জন্য বেশ চ্যালেঞ্জিংই বটে। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর কোয়ারেন্টাইনের সময় আমি গত ২৪ মাসের দিকে ঘুরে তাকালাম। পাশাপাশি সামনের ক্রিকেট সূচির ব্যাপারেও ভাবলাম।

পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, সোহেব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ