ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

আফগানিস্তান থেকে ফিরেছেন ৬ বাংলাদেশি

সংগ্রাম অনলাইন ডেস্ক: কয়েক দফার প্রচেষ্টার পর অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাত ১১ টা ২০ মিনিটের দিকে। এর আগে তারা আফগানিস্তান থেকে কাতারে গিয়ে পৌঁছান।

আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে কাজ করতেন এই  বাংলাদেশি। তারা হলেন, মোহাম্মদ কামরুজ্জামান,  রাজিব বিন ইসলাম,  মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন,  আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ।

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই বাংলাদেশিরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ১৬ আগস্ট তাদের ফ্লাইটের আগের দিন ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ায় সে সময়ে তাদের আর স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি। পরবর্তীতে কয়েক দফা দেশে ফেরার জন্য বিমানবন্দরে গিয়েও তাদের ফিরে আসতে হয়। ২৬ আগস্ট দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা।

সেদিনই তারা বিমানবন্দরে থাকা অবস্থায় শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ হতাহত হননি।

অনলাইন আপডেট

আর্কাইভ