শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি হকারদের

স্টাফ রিপোর্টার: করোনা মহামারিকালে ক্ষতিগ্রস্ত হকারদের আর্থিক সহায়তা প্রদান ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

গত শুক্রবার সদরঘাট ফুটওভার ব্রিজের নিচে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য আনিছুর রহমান পাটোয়ারী, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম সমীর, সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, আফসার আলী, শাহিনা আক্তার, রাকিব হোসেন, দ্বীন ইসলাম, আদু মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, লকডাউনের সময় সরকার কর্মহীন হকারদের প্রণোদনা ও বিনা সুদে ঋণ প্রদানের ঘোষণা দিলেও বাস্তবে কোনো হকার সরকারি প্রণোদনা ও ব্যাংক ঋণ পাননি। লকডাউনের সময় হকাররা তাদের পুঁজি শেষ করে ফেলেছেন। বর্তমানে পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না। এই সংকটের সময় হকারদের ব্যবসার পুঁজির জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা ব্যাংক ঋণ দিতে হবে। লকডাউন শেষে রাজনৈতিক ছত্রছায়ায় স্বার্থান্বেষী মহল সিটি করপোরেশনের নামে ফুটপাতে চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। অন্যথায় এ চাঁদাবাজদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে হকার্স ইউনিয়ন।

অনলাইন আপডেট

আর্কাইভ