শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এমপির ৩০০ ফেস্টুন ছিঁড়ে ফেললো দুর্বৃত্তরা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদদ্য লিয়াকত হোসেন খোকার ১৫ আগস্টের শোক দিবসের ফেস্টুন ছিড়ে ফেলেলো দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে কাঁচপুর পর্যন্ত সাটানো প্রায় ৩০০ ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে তারা।  
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার সংসদ সদস্যর উদ্যোগে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার মেঘনা থেকে কাঁচপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা জাতীয় প্রার্টির নির্মাণ করা তোরণ নষ্ট করেছে দুর্বৃত্তরা।
তারা বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার কেটে ফেলেছে। তোরণের নানা অংশ  ক্ষতি করেছে। কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে নির্মাণকৃত তোরণে এক অংশের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। এছাড়াও নির্মিত একটি তোরণ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল বলেন, ঘটনাটি দুঃখজনক। এখনো সেই সব জঘন্য মন মানসিকতার ব্যক্তিরা আমাদের সমাজে আছে ভাবতেই অবাক লাগে।
 কীভাবে এমন নোংরা কাজ করতে পারে তারা। যারা বঙ্গবন্ধুকে ভালবাসে তারা এমন ঘৃণ্য কাজ করতেই পারে না। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।
এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে না তারাই এমন কাজ করতে পারে। রাতের অন্ধকারে বঙ্গন্ধুর ছবিসহ সাটানো ব্যানার ছিড়ে ফেলেছে দৃর্বৃত্তরা। যারা এমন কাজ করেছে তারা খন্দকার মোসতাকের বংশধর। এমন জঘন্য কাজ কখনো মেনে নেওয়া যায় না।

অনলাইন আপডেট

আর্কাইভ