শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ট্রাম্পের করের নথি কংগ্রেসকে হস্তান্তরের আদেশ

৩১ জুলাই, নিউইয়র্ক টাইমস, রয়টার্স, সিএনএন : কর ইস্যুতে এবার বড় ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, দেশটির বিচার বিভাগ তার করসংক্রান্ত নথি কংগ্রেসের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন। গত শুক্রবার ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে (আইআরএস) এই আদেশ দেয়া হয়। বিচার বিভাগের এই আদেশের ফলে ট্রাম্পের করের নথি চলে যাবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির কাছে। কর নিয়ে ট্রাম্প বড় ধাক্কা খেয়েছিলেন ২০২০ সালে। ওই বছর যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউইয়র্ক টাইমস তার করের তথ্য প্রকাশ করে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ বছরের মধ্যে ১০ বছর কোনো কর প্রদান করেননি। কর আইনের নানা ফাঁকফোকরের সুযোগ নিয়েছেন তিনি। দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে ফেডারেল কর পরিশোধ করেছেন। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু এই খবর প্রকাশের আগেই ট্রাম্পের করের নথি চেয়েছিল হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটি। ২০১৯ সালে এই নথি চাওয়া হয়। ট্রাম্পের এই নথি প্রকাশ করা হবে কি না, তা নিয়ে বিচার বিভাগের অফিস অব লিগ্যাল কাউন্সেল মতামত প্রকাশ করেছে। লিগ্যাল কাউন্সেলের মতামতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করের তথ্য পেতে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছেন হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান। ফেডারেল আইন অনুসারে কমিটির কাছে অবশ্যই এসব তথ্য হস্তান্তর করতে হবে। এই লিগ্যাল কাউন্সেল সাধারণ নির্বাহী বিভাগকে পরামর্শ দিয়ে থাকে।

অনলাইন আপডেট

আর্কাইভ