শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তোপখানা রোডে সার্জিক্যাল মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর তোপখানা রোডে গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে ১৭/২ তোপখানা রোড গফুর টাওয়ার সার্জিক্যাল মার্কেটে সন্ধ্যা ৬টা ৮মিনিটে আগুন লাগে। পরে ৬টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একযোগে কাজ করে। একসঙ্গে এত ইউনিট নিয়ন্ত্রণে কাজ করায় আগুন বেশি ছড়াতে পারেনি। তাই ৪০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছেন, প্রতিবেদন পাওয়ার পর কারণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আসে। ছয় তলা এই ভবনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কাজ করতে কিছুটা সমস্যা হয়। তবে, সকলের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্তকর্তারা বলছেন, সার্জিক্যাল মার্কেটে বেশিরভাগ পণ্য প্লাস্টিকের। ফলে এতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। ভবনটি কমার্শিয়াল হলেও ষষ্ঠ তলায় মানুষ বসবাস করার প্রমাণ পাওয়া গেছে। যা একটি কমার্সিয়াল ভবনের জন্য অত্যান্ত ঝুঁকিপূর্ণ। এতে বর ধরনের ক্ষতি ও প্রাণহানির সম্ভাবনা থাকে।

অনলাইন আপডেট

আর্কাইভ