শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে জনগণের সেবায় জামায়াতকে সবার চেয়ে বেশি ভূমিকা রাখতে হবে -------------- ডাঃ তাহের

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের ৯টি জেলার স্বেচ্ছাসেবক টিম সদস্যদের নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত “covid-19-এর সচেতনতা করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা জামায়াত ইসলামী পৌঁছে দিয়েছে, তা আরো বৃদ্ধি করে সবার চেয়ে বেশি ভূমিকা নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। বর্তমানে করোনা তার আচরণ পরিবর্তন করছে যা ইতোপূর্বে ডায়রিয়া, প্লেগ বা কলেরার ক্ষেত্রে দেখা যায়নি, এত সময় ধরে ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা মানুষকে আতঙ্কিত করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত নতুন নতুন গজবের কারণে আল্লাহর প্রতি ভরসা বাড়িয়ে সকলকে ঈমানের সাথ অনেক বেশি সতর্ক হতে হবে। শতভাগ তাওয়াক্কুল এবং শতভাগ প্রস্তুতি নিয়ে করোনা প্রতিরোধে কাজ করতে হব। ঈমানের ঘাটতি নিয়ে টিকা থেকে বিরত থাকার সুযোগ নেই, নিয়মিত সকলকে নিয়ম মেনে মাস্ক পরিধান করা, জনগণের পাশে দাঁড়ানো এবং ফ্রি চিকিৎসা সামগ্রী বিতরণ করার জন্য তিনি স্বেচ্ছাসেবক টিম সদস্যদর প্রতি আহ্বান জানান।” যশোর-কুষ্টিয়া অঞ্চল সদস্য আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য “covid-19 এবং প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা” বিষয় তথ্য উপস্থাপন  করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর সেক্রেটারি জেনারেল ডাঃ এ কে এম ওয়ালিউল্লাহ, এতে আরো উপস্থিত ছিলন ৯টি জেলার আমীরগণ ও নেতৃবৃন্দ, অনুষ্ঠান মডারেটর এর দায়িত্বে ছিলেন আজহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ