শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বসুন্ধরার প্রস্তাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসনের সম্মতি

স্পোর্টস রিপোর্টার: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও আগস্টের শেষ সপ্তাহে বসুন্ধরা কিংস খেলবে এএফসি কাপে। করোনার কারণে এই দুই ফুটবল সূচীতেই বারবার পরিবর্তন এসেছে।এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংসের সাথে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবিনহো রবসনের চুক্তির শেষ হচ্ছে আজ ১৫ জুলাই। প্রিমিয়ার লিগের সময় বর্ধিত হওয়ায় ও এএফসি কাপের সময় পরিবর্তন হয়ে আগস্টে পুনঃনির্ধারিত হওয়ায় কিংসকে চুক্তি নবায়নের বিষয়ে ভাবতে হয়। এ সকল ক্ষেত্রে বাংলাদেশে খেলা আফ্রিকান বিদেশিরা মৌখিক বা সমঝোতার ভিত্তিতে এক মাসের জন্য খেলে। রবসনের মতো উঁচু মানের পেশাদার ফুটবলাররা আনুষ্ঠানিক চুক্তি ছাড়া খেলেন না। দেশের সবচেয়ে পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস তিন মাসের চুক্তি নবায়নের প্রস্তাব দেয়। রবসন ক্লাবের চুক্তি বিবেচনা করে সম্মতি দিয়েছে। গতকাল রাতে ট্রান্সফার ম্যানেজমেন্ট সিস্টেমে (বিদেশী ফুটবলার আন্তর্জাতিক নিবন্ধন মাধ্যম)  রবসন আরো তিন মাসের জন্য নিবন্ধিত হয়েছেন কিংসের জন্য। 

অনলাইন আপডেট

আর্কাইভ