শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

দিনাজপুরে বিধি নিষেধ অমান্য করায় ৬৩৮ মামলায় প্রায় ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুর অফিস ঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে লাগাম টানতে চলমান কঠোর লকডাউনে ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় দিনাজপুরে ৬৩৮ টি মামলায় প্রায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পর্যন্ত এসব মামলায় মোট ৬৪০ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একদিনে প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। জেলায় ১৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালতে বিচারক হিসেবে কাজ করেন বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, সরকারি কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ পদস্থ কর্মকর্তাগণ। তাদের সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যগণ। দিনাজপুর জেলা প্রশাসন প্রদত্ত বিবরণী সূত্রে জানা যায়, গত ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে ৪ জুলাই রোববার রাত পর্যন্ত জেলায় ১৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিধি নিষেধ ভঙ্গের অভিযোগে এসব আদালতে ৬৩৮ টি মামলা রজু করা হয়। যার আসামী মোট ৬৪০ জন। এর মধ্যে ৩ জনকে কারাদন্ড প্রদানসহ অন্যান্যদের নিকট ৪ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ