ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

শিক্ষার্থীকে পিটিয়ে শিক্ষক জেলে

সংগ্রাম অনলাইন ডেস্ক: লকডাউনে বাসায় প্রাইভেট পড়ানোর সময় শিক্ষার্থীকে ‘বেত দিয়ে পিটিয়ে আহত করে’ ফেনীতে  এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার শাহ আলম (৩৮) ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক। সদর উপজেলার দৌলতপুর গ্রামের সওদারগর বাড়ির ফকির আহম্মদের ছেলে তিনি।

সদর থানার এসআই এমরান হোসেন বলেন, ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে সেখানে প্রাইভেট পড়ান শাহ আলম। সোমবার রাতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মামলা করেছেন ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা।

মামলায় তিনি অভিযোগ করেছেন, শাহ আলম তার ছেলেকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন।

“শাহ আলম প্রায়ই শিক্ষার্থীদের বেত দিয়ে পেটান। অভিভাবক হিসেবে আগে আমি একে গুরুত্ব দিইনি। সোমবার সকালে আমার ছেলে একটি অঙ্ক না পারায় শাহ আলম তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ও পিঠে গুরুতর আহত করেন। ছেলে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিতে হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”

পরে তিনি বাদি হয়ে শিশুনির্যাতন দমন আইনে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন।

এসআই এমরান বলেন, মামলার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ