বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

প্রথমবারের মতো উইঘুর মুসলিমদের পক্ষে ইসরাইলের ভোট

২৭ জুন, টাইমস অব ইসরাইল : উইঘুরদের ওপর চীনা নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এই প্রথমবারের মতো ইসরাইল এমন কাজ করেছে বলে খবরে বলা হয়েছে। প্রায় দশ লাখ উইঘুর মুসলিমকে অন্যায়ভাবে ক্যাম্পে বন্দী করে রাখার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ওই বিবৃতিতে স্বাক্ষর করে ইসরাইল। ইসরাইল চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। দেশটির বিরুদ্ধে এই প্রথম কোনো বিবৃতিতে স্বাক্ষর করল ইসরাইল। বিবৃতিতে বলা হয়, উইঘুরদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে চীন। অমানবিক ও অবমাননাকর শাস্তি, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং বাবা-মায়ের কাছ থেকে শিশুদের জোর করে আলাদা করে দিচ্ছে চীন সরকার।

অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন এবং যুক্তরাষ্ট্রও ওই বিবৃতিতে সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে চীনের বিরুদ্ধে ভোট দেওয়া নিয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগে দেশটির ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে ১০ লাখ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিভিন্ন ক্যাম্পে আটক রেখে জোর করে কাজ করানো, নির্যাতন ও নারীদের ধর্ষণ করে আসছে বলে অভিযোগ আছে।

ক্যাম্প থেকে ছাড়া পাওয়া একাধিক উইঘুর মুসলিম ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ নিয়ে বহুদিন ধরেই চীনের সমালোচনা করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তাদের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একইসঙ্গে চীন উইঘুর নির্যাতনের বিষয়টি প্রত্যাখ্যান করে এটিকে সন্ত্রাসবাদ দমনে পুর্নশিক্ষা (রি-এডুকেশন) কার্যক্রম বলে দাবি করেছে। চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন যাত্রী!  যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস বিমানবন্দরে এক যাত্রী চলন্ত বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে জানালা খুলে নিচে ঝাঁপ দেন। দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লসঅ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ আহত ওই যাত্রীকে রানওয়ের পাশে ট্যাক্সি চলাচলের রাস্তা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে। এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, ইউনাইটেড এক্সপ্রেস এয়ারলাইনের একটি বিমানে গত শুক্রবার এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবি আই। ককপিটে প্রবেশে ব্যর্থ হয়ে ওই যাত্রী ইমার্জেন্সি ডোর খুলে রানওয়েতে চলমান অবস্থায় ঝাঁপ দেন ওই যাত্রী।

অনলাইন আপডেট

আর্কাইভ