বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। জানা গেছে, সোনালী আঁশখ্যাত পাটের উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। পাটের সোনালী অতিত এখন কেবলই ইতিহাস। এর পরেও পুরোনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে পাটচাষিরা। দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের এখাত এখন পাট সংকটে ধুঁকছে। কাঁচা পাট সংকটের কারণে দেশের ৫০টি পাটকল বন্ধ হয়েছে। সাম্প্রতিক সময়ে পাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আর এর পেচনে অন্যতম কারণ হলো পাট পচানোর প্রয়োজনীয় পানির অভাব এবং পাটের দামে মজুূদারদের কারসাজির কারণে কৃষকের লোকসানের শঙ্কা। এছাড়া পাট বীজ আমদানি নির্ভর হওয়ায় প্রতিবছরেই ঝুঁকিতে থাকে উৎপাদন লক্ষ্যমাএা। এর পরেও চলতি মৌসুমে এক বুক সপ্ন নিয়ে পাট চাষ করেছে লালমনিরহাটের কৃষকরা। রোদ-বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সবুজ পাট কে রুপান্তরিত করেন সোনালী বর্ণে। এর পরে বিক্রি করতে গিয়ে পরে দুর্বিপাকে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার ২১ জুন জানান, চলতি মৌসুমে জেলার ৫ উপজেলায় পাট চাষে লক্ষ্যমাএা ধরা হয় ৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে এবং আবাদ হয়েছে ৪ হাজার ৭৫ হেক্টর জমিতে। অন্যান্য বছরের তুলনায় কম। দেশে প্রায় পাটচাষি ২০ লাখ হলেও এখাতে নির্ভরশীল ৪০ লাখ মানুষ। গত ২ বছরে বাজারে পাটের দাম বেশ ভালো যাচ্ছে। এর পরেও পাট চাষে কৃষকের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ