শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কেশবপুরে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর বাঁধ অপসারণ

মোল্যা আব্দুস সাত্তার, কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোরের কেশবপুর শহরের বড়পিট খালের মুখে ঠিকাদার বাঁধে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে কলেজ পাড়া এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত রোববার এলাকাবাসি স্বেচ্ছাশ্রমে ঠিকাদারের ওই বাঁধ অপসারণ করে।  
জানা গেছে, কেশবপুর শহরের কলেজপাড়া এলাকার বর্ষার অতিরিক্ত পানি যশোর-চুকনগর সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়পিট খাল দিয়ে নিষ্কাশন হয়ে থাকে। গত ৬ মাস ধরে ঠিকাদার কেশবপুর সাগরদাঁড়ি সড়ক ও ব্রিজ সংস্কার কাজ শুরু করে। এ সময় ঠিকাদার শহরের মাইকেল গেট সংলগ্ন বড়পিট খালের ওপর ব্রিজ নির্মাণের জন্যে বিকল্প পথ হিসেবে বড়পিট খালে বাঁধ নির্মাণ করে। গত ১ সপ্তাহ ধরে এ উপজেলায় মৌসুমী বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে শহরের কলেজ পাড়ার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ে। এ সমস্যা নিরসনে কলেজ পাড়ার বাসিন্দারা গত রোববার স্বেচ্ছাশ্রমে ঠিকাদারের বাঁধ অপসারণ করে।
এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল হালিম জানান, বড়পিট খালের মুখে ঠিকাদার বাঁধ দেয়ার কারণে তার এলাকার ২৫/৩০ বাড়িতে বর্ষার পানি উঠে গেছে। ফলে জনগণের চলাচলে মারাত্নক দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। যে কারণে বাঁধটি অপসারণ করা জরুরী হয়ে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ