শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হতাশাগ্রস্ত হয়ে মানুষ নৃশংসতা ঘটাচ্ছে -খন্দকার মাহবুব হোসেন

স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পারিবারিক নৃশংসতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি দৈনিক সংগ্রামকে  বলেন, বর্তমানে আমাদের সমাজাকি ও অর্থনৈতিক অবস্থা ও বিভিন্নভাবে হতাশা বেড়ে গেছে। পারিবারিকভাবে যখন অর্থনৈতিক অসুবিধা হয়, অর্থকষ্টের ফলে তখন পারিবারের ওপর প্রভাব ফেলে। মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। মানুষ তখন চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
সিনিয়র এই আইনজীবী বলেন, আমাদের যে বিচার ব্যবস্থা আছে যেকোনো একটা ঘটনা ঘটলে কয়েকদিন বেশ হৈচৈ পড়ে যায়। এরপর আস্তে আস্তে সবাই সবকিছু ভুলে যায়। এরপর আর কোনো খবর থাকে না। তিনি বলেন, কখনো কখনো পারিবারিক অস্বচ্ছল অবস্থার কারণে মানুষের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। হতাশার কারণে মানুষ বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে সমাজে আরও বিপর্যয় ঘটতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ