শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক : শক্তি-সামর্থ্যে বা পরিসংখ্যানে সব জায়গায়ই বর্তমান শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ ওয়ানডে দল। তারই প্রমাণ লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের স্বর্ণযুগের ক্রিকেটার সনাথ জয়সুরিয়া মানতে পারছেন নিজ দেশের সিরিজ হার।প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালরা। মুশফিক-মিরাজদের নৈপুণ্যে আইসিসি ওয়ানডে সুপার লীগের পয়েন্ট তালিকাতেও শীর্ষে উঠে গেছে টাইগাররা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে এমন হার মানতে পারছেন না জয়সুরিয়া। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে।ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’সাঙ্গাকারা, দিলশান, জয়াবর্ধনে, জয়সুরিয়া, মালিঙ্গার অবসরের পর যেনো নিজেদের রঙিন ইতিহাস হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেটের স্বর্ণ যুগের ক্রিকেটারদের অভাব এখনো পূরণ হয়নি। দলের দুর্দশা এবং ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে নতুন চুক্তিতে তাদের বেতন কমিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), যা মানতে রাজি নয় চুক্তিবদ্ধ ২৪ ক্রিকেটারের কেউই। বাংলাদেশের কাছে সিরিজ হারে ক্রিকেটারদের বিপক্ষে লঙ্কান বোর্ডের অবস্থান আরও জোরদার হলো।

অনলাইন আপডেট

আর্কাইভ