বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১২দিন বন্ধ থাকবে

পঞ্চগড় সংবাদদাতা: পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র শব-ই-ক্বদর উপলক্ষে  পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে। গতকাল বৃহম্পতিবার দুপুরে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর ও  শব-ই-ক্বদর উপলক্ষে পঞ্চগড়ের  বাংলাবান্ধা- ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২দিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (২২ মে) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে। মেহেদী হাসান খান বাবলা জানান,পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার এন্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সরকারী নিয়মানুযায়ী সরকারী দপ্তরের সকল কার্যক্রম চালু থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ