শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

একাদশে সুযোগ পেলে শতভাগ উজাড় করে দেব : শরিফুল

স্পোর্টস রিপোর্টার: শ্রীলংকা-বাংলাদেশ টেস্টের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। তবে প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি। তবুও খুব কাছ থেকে দেখায় টেস্টের রোমাঞ্চে মুগ্ধ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। তবে সুযোগ পেলে নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলবেন তরুণ এই বাঁহাতি পেসার। গতকাল ক্যান্ডি থেকে বিসিবির পাঠান ভিডিও বার্তায় তিনি একথা জানান। শরিফুল বলেন,‘আসলে আমি যখন খেলা শুরু করছি তখনই আমার চিন্তা ছিল যে তিনটা ফরম্যাটই খেলব। যদি আমি টেস্ট খেলি কখনও, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার কোচ, যার কাছে আমি অনুশীলন করছি, শিখছি উনি টেস্ট প্লেয়ার ছিলেন। তো উনি বলতেন যে টেস্ট ক্রিকেট খেলাটা হলো সর্বোচ্চ একটা মানের খেলা। তো ওইখানে খেলতে পারলে ভাল হবে আর নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবা। তো কখনও যদি সুযোগ পাই সেরাটা দেয়ার চেষ্টা করব।’ শ্রীলংকার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টের ১৫ জনের দলে জায়গা করে নিয়েছিলেন শরিফুল ইসলাম। তবে একাদশে খেলেছেন আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড এখন পর্যন্ত ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের দলেও তিনি থাকছেন। শুধু তাই নয়, ম্যাচের একাদশেও টিম কম্বিনেশনের বিবেচনায় দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে। প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা এই ক্রিকেটার বলেন,‘প্রথমবারের মতো ফোরটিন্থ ম্যান ছিলাম। আর এতো কাছ থেকে টেস্ট ক্রিকেট আমি কখনও দেখি নাই। তো আমার জন্য একটু রোমাঞ্চকর ছিল। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে মুভমেন্ট চেঞ্জ হয়। একেকরকম বার্তা পাঠানো হয়। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। মনে হয় নাই যে আমি ম্যাচের বাইরে আছি। মনে হয়েছে যে আমি ম্যাচের মধ্যেই আছি, সবসময় ইনফরমেশনের ভেতরেই ছিলাম।’ আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে ক্যান্ডির এই পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলংকা-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অনলাইন আপডেট

আর্কাইভ