শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার পরে আসবে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার : চলতি বছরে বেশ কয়েকটি দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে দলগুলো। সূচি অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। এরপর একই ফরম্যাটে সমান ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসবে বলে সূচি চূড়ান্ত হয়েছিল। তবে ওই সূচিতে বদল এসেছে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তাদের সঙ্গে আরও দুইটি বাড়তি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আকরাম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড আসবে তাদের পরে।’ এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে সেটির সম্ভবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আকরাম।

অনলাইন আপডেট

আর্কাইভ