শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিলেটে করোনায় দুই নারীর মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেটে নতুন করে তীব্র আতঙ্ক ছড়াচ্ছে করোনার মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে সিলেটে দুই নারী মারা গেছেন। তাদের মধ্যে একজন সিলেট নগরীর এবং অপরজন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ছিলেন। এর মধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং অপরজন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা মোছাঃ মেহবাজিন দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা আঙ্গুরা বেগম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আরো জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১০৫ জন, সুনামগঞ্জের ১০ জন ও হবিগঞ্জের ২৪ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ১৩৯ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ১৭৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১ জন। এরমধ্যে সিলেট জেলার ৭১ জন, সুনামগঞ্জের ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৭ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৭০৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৪৮ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় মৃত দুজনকে নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ