শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়া জেলা গঠনের ২০০ বছর আজ

বগুড়া অফিস: বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮২১ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল বগুড়াকে জেলা ঘোষণা করে। সেই অনুযায়ী আজ (মঙ্গলবার) এই জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হলো। ইতিহাস থেকে জানা যায়, বগুড়াকে জেলা গঠনের পেছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রশাসনিক, রাজস্ব আদায় ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা। বগুড়ার ইতিহাস ঐতিহ্য এবং জনপদ নিয়ে গবেষণা করছেন অধ্যপক ড. বেলাল হোসন। তিনি বলেন, বগুড়া জেলা গঠিত হয় ১৮২১ খ্রিষ্টাব্দে। এর পূর্বে বগুড়া জেলার (জয়পুরহাট জেলাসহ) ভূভাগ রাজশাহী (১৭৭২), রংপুর (১৭৭২) ও দিনাজপুর (১৭৯৩) জেলার অংশ ছিল। প্রায় সমকালেই গঠিত হয় ময়মনসিংহ জেলা (১৭৮৭)। জেলাগুলি গঠনের সময় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কয়েক মাইল পরপর পুলিশ থানা গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ১৮২১ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা গঠন করে। কিন্তু ১৮২১ খ্রিষ্টাব্দের কত তারিখে বগুড়া জেলা গঠিত হয় এ বিষয়ে বগুড়ার স্থানীয় ইতিহাস গ্রন্থগুলিতে কোনো তথ্য নেই । তবে, দি বেঙ্গল সেক্রেটারি প্রেস, কলকাতা কর্তৃক প্রকাশিত (১৯১৮) শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার্য "অ ঝটগগঅজণ ঙঋ ঞঐঊ ঈঐঅঘএঊঝ ওঘ ঞঐঊ ঔটজওঝউওঈঞওঙঘ ঙঋ উওঝঞজওঈঞঝ ওঘ ইঊঘএঅখ ১৭৫৭-১৯১৬ গ্রন্থে যে সকল গেজেট নোটিফিকেশনের তালিকা মুদ্রিত হয়েছে তাতে বগুড়া জেলা গঠনের তারিখ রয়েছে ১৩ এপ্রিল ১৮২১ উল্লেখ আছে। (পৃ. ৬৪)। ১৩ এপ্রিল রাজশাহী জেলা হতে-বগুড়া, আদমদিঘি ও নওখিলা (সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশার পূর্ব নাম) থানা এবং দিনাজপুর জেলা হতে লালবাজার, বদলগাছি ও ক্ষেতলাল থানা নিয়ে বগুড়া জেলা গঠিত হয় (ইধযধফঁৎ ১৯১৮, ৫৭)। এদিকে কোভিডের কারণে জেলাগঠনের ২০০ বছর পালনে তেমন কোন আনুষ্ঠানিকতা নেই। তবে দিনটিকে স্মরণে রাখতে স্থানীয় একটি লিটলম্যাগাজিন ‘চিলেকোঠা’ পরিবার এবং ‘ভয়েস অফ আমেরিকা ফ্যানক্লাব’ বগুড়ার যৌথ প্রকাশনা এবং ‘বগুড়া ইতিহাস চর্চা পরিষদ’ আলাদা দুটি প্রকাশনা বের করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ