শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে জামায়াতের প্রতিবাদ

১১ এপ্রিল দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব; খোলস পাল্টে বাঁচার চেষ্টায় হামলাকারীরা’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ গতকাল রোববার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১১ এপ্রিল দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব; খোলস পাল্টে বাঁচার চেষ্টায় হামলাকারীরা’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে কাল্পনিক তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত খবরে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যারা অংশগ্রহণ করেছিল তাদের সম্পর্কে বলা হয়, ‘তাদের অনেকেই প্যান্ট-শার্ট পরে অংশ নেয় হামলায়। ওই হামলাকারীরা জামায়াত-শিবিরের নেতাকর্মী হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়’। দেশের যেকোনো নাগরিক প্যান্ট-শার্ট পরতে পারেন। প্যান্ট-শার্ট পরিহিত ব্যক্তিদের জামায়াত-শিবির হিসেবে চিহ্নিত করার মানদণ্ড নির্ণয় কালের কন্ঠ পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারের উর্বর মস্তিষ্কের সংকীর্ণ চিন্তা ছাড়া আর কিছু নয়। আমরা ইতোপূর্বেও লক্ষ্য করেছি দেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই তার সাথে ধারণাপ্রসূতভাবে জামায়াতকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা কালের কন্ঠের বদ অভ্যেসে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সাথে জামায়াত-শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। আমরা দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত অনুমান নির্ভর এবং ধারণা ও কল্পনাপ্রসূত মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ