বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নিগারের সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশ ইমার্জিং দলের

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে দক্ষিণ আফ্রিকানদের ১১০ রানে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানা, সালমা খাতুনরা। এ নিয়ে সিরিজে চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেলো বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নিগারের অপরাজিত ১০১ রান বাংলাদেশকে এনে দেয় ৪ উইকেটে ২৩৬ রান। জবাবে ফাহিমা খাতুনের বোলিংয়ে ৪৬.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

এই জয়ে ৪-০ তে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে থাকলো স্বাগতিকরা। অবশ্য দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ইমার্জিং দলের। পুরো সিরিজেই ব্যর্থ অভিজ্ঞ ওপেনার শারমিন সুলতানা আজও রান পাননি, দলীয় ১৬ রানের মাথায় ফিরেছেন ১০ রান করে। তবে তিনে নেমে সেই ধাক্কাটা বুঝতেই দেননি নিগার। অপর ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে দ্বিতীয় উইকেটে তোলেন ৮২ রান। মুর্শিদা ৭৮ বলে ৪১ রান করে ফিরলে চারে নেমে সুবিধা করতে পারেননি ফারজানা হক (১)। তবে তারপর সোবহানা মোস্তারি দারুণ জুটি গড়েছেন নিগারের সঙ্গে। সোবহানা ৫২ বলে ৪৫ রান করে ফিরেছেন হাফ সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। তবে নিগার সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন শেষ অবদি। ১৩২ বল খেলে ৮টি চার ১টি ছক্কার সঙ্গে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া লতা মন্ডল করেন ১৬ বলে ২৫ রান। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে বাংলাদেশ। সিরিজের আগের চার ম্যাচে কোনো দলই সংগ্রহ দুইশ পেরুতে পারেনি। সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ সেটাকেই অপূর্ণতা ভাবল কিনা গতকাল দুইশ ছাড়িয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইমার্জিং দলকে নেতৃত্ব দেওয়া নিগার সুলতানা। জবাব দিতে নেমে ফাহিমা খাতুন ও সালমা খাতুনদের স্পিন বিষে বেশিদূর যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ৪৬.৪ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। এই ১২৬ রানেই মধ্যে একাই ৬৩ রান করেছেন আনিকে বোচ। বাংলাদেশ ফাহিমা খাতুন ৯.৫ ওভার বোলিং করে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। সালমা ১০ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ২ রান।

অনলাইন আপডেট

আর্কাইভ