মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪
Online Edition

নেপালে ফুটবলারদের সবাই করোনা নেগেটিভ

স্পোর্টস রিপোর্টার: ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে জাতীয় ফুটল দলের ২৪ ফুটবলার, কোচিং স্টাফ ও অন্যান্য অফিসিয়াল মিলিয়ে ৩২ জনের দল কাঠমান্ডু পৌঁছেছে।নেপালে যাওয়ার আগে ফুটবল দলের সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছিল ঢাকায়। সেখানে গিয়ে আরও একবার করানো পরীক্ষা করাতে হয়েছে তাদের।  অস্বস্তি নিয়ে নেপালের বিমান ধরেছিল বাংলাদেশ ফুটবল দল। সফরের আগ মুহূর্তে করোনা হানা দেয় দলে। তবে নেপালে গিয়ে অবশ্য সুখবরই মিলল। প্রথম পরীক্ষায় দলের সকল ফুটবলারের করোনা নেগেটিভ ফল এসেছে।

গতকাল শুক্রবার  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেগেটিভ ফল আসায় শুক্রবারই অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দল। সকালে জিমে ঘাম ঝড়ানোর পর বিকেলে মাঠের অনুশীলনে নেমে পড়ার কথা জামাল ভূঁইয়াদের। নেপালের বিমান ধরার একদিন আগে রাকিব হাসানের শরীরে করোনা ধরা পরে। দ্বিতীয় পরীক্ষায় অবশ্য নেগেটিভ আছে তার। ফলে দলের সঙ্গে নেপালে গেছেন আক্রমণভাগের এই তারকা। তবে যাওয়া হয়নি ডিফেন্ডার রহমত মিয়ার। শেষ দিনের পরীক্ষায় করোনা পজেটিভ আছে তার। উল্লেখ্য, নেপালে তিনজাতি ফুটবল টুর্নামেন্টটা শুরু হবে ২৩ মার্চ। টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে বাংলাদেশে অপর প্রতিপক্ষ কিরগিজসআন অনূর্ধ্ব-২৩ দল। আগামী মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মার্চ।

অনলাইন আপডেট

আর্কাইভ