শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সোলার সিস্টেমের আলোতে আলোকিত গ্রামীণ জনপদ

নবাবগঞ্জ (দিনাজপুর) এম রুহুল আমিন প্রধান : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ২০১৮-২০১৯ অর্থবছরের বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সোলার সিস্টেম স্থাপনে ২য় পর্যায়ের পরিদর্শন করেন যুগ্নসচিব ও পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ঢাকা এস এম এনামুল কবির। নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, উপজেলায় ৯টি ইউনিয়নে বিভিন্ন স্থানে ওই প্রকল্পের সোলার সিস্টেম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন যুগ্ন সচিব। এছাড়াও তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু গ্যালারী দর্শন করেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার। সৌরবিদ্যুতে আলোকিত হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদ। উপজেলার হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ রাস্তার পার্শ্বে স্থাপন করা হয়েছে সৌরবাতি (স্ট্রিট লাইট)। সন্ধ্যা নামতেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে এসব বাতি। এতে করে চাপ কমছে পল্লীবিদ্যুতের ওপর। লোড শেডিংয়ের ঝামেলা না থাকায় বাতিগুলো একটানা সারারাত আলো দেয়। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই আগের তুলনায় অনেক কমেছে। পাল্টে গেছে গ্রামীণ জীবনমান। গ্রামের মানুষের জীবনেও শহুরে পরিবেশের ছোঁয়া লেগেছে। জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর ও কাবিটার আওতায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও নির্জন অন্ধকার সড়কে সৌরবিদ্যুতের বাতি (স্ট্রিট লাইট) স্থাপন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের ১ম ও ২য় পর্যায়ে মোট ৪১৭টি প্রকল্পের মাধ্যমে ২৮৯টি এই বাতি স্থাপন করা হয়।

এছাড়া একই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, কলেজসহ দুঃস্থ পরিবারে ১৩৮টি সোলার হোম সিস্টেম লাগানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ