শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আজ ভারত যাচ্ছে না যুব ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার : আফগান যুবাদের বিপক্ষে সিরিজ খেলতে আজ ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু আজ সফরকারিদের ভারতে যাওয়া হচ্ছে না। কারন আবার পেছালো বাংলাদেশ যুব ক্রিকেট দলের ভারত সফর। ফলে দ্বিতীয়বারের মত বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ভারত সফর পিছিয়ে গেল। আফগানিস্তানের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে প্রথমে মার্চের ১০ তারিখে দেশটি সফরে যাওয়ার কথা থাকলেও তা পাঁচ দিন পিছিয়ে ১৫ তারিখ সফরের নতুন তারিখ ধার্য করা হয়। কিন্তু শেষ দিকে এসে তাও পিছিয়ে গেল। তবে ভাল খবর হল, এপ্রিলে এই দলটির বিপক্ষেই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান অনু-১৯ ক্রিকেট দল। বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে এপ্রিলের ১১ তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান অনু-১৯ ক্রিকেট দলের। ২০২২ অনু-১৯ বিশ্বকাপ সামনে রেখে এটি হতে পারে টাইগার যুবাদের দ্বিতীয় সফর। এর আগে চলতি মাসেই আফগানিস্তান অনু-১৯ দলের বিপক্ষে সমান সংখ্যক চার দিনের ম্যাচ ও ওয়ানডে খেলতে ভারতের নয়ডায় যাওয়ার কথা রয়েছে লাল সবুজের যুবাদের। এবং এই লক্ষ্যে নবগঠিত বাংলাদেশ অনু-১৯ দলের দেশ ছাড়ার কথা ছিল আজ। কিন্তু ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনো বেশ কয়েকটি বিষয়ে মতৈক্যে পৌঁছাতে না পারায় সিরিজ পেছানোর সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেকারণেই বাংলাদেশ অনু-১৯ দলের ভারত সফরে যাওয়া হচ্ছে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আশা করছে অনতিবিলম্বেই এই সমস্যার সুরাহা হবে এবং সিরিজও মাঠে গড়াবে। যেহেতু ভারতের নয়ডা আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেহেতু ভারতে সিরিজটি খেলতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে মতৈক্যে পৌঁছানোও আফগানদের জন্য জরুরি। জানা গেছে, ভারতের সঙ্গে আফগানিস্তানের ভেন্যুর চুক্তি শেষ হয়ে যাওতেই উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ মেষ সিরিজটি গড়াবে বলেই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কায়সার। গতকাল কায়সার বলেন,‘এপ্রিলের ১১ তারিখ থেকে আমাদের পরিকল্পনা আছে। আমরা চূড়ান্ত করে আপনাদের জানাব। ড্রাফটে একটি চার দিন ও পাঁচটি ওয়ানডে খেলার কথা রয়েছে। ওদের বাংলাদেশে আসার সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। আমরা সব কিছু চূড়ান্ত করে জানাব।’ আর ভারত সফর নিয়ে কায়সার জানালেন,‘ভারত সরকারের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কয়েকটি বিষয়ে আলোচনা আছে। ওনরা সেটা সেরে ফেললেই সিরিজটি চূড়ান্ত হবে। আমার ধারণা আফগান ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তা সেরে ফেলবে।

অনলাইন আপডেট

আর্কাইভ