শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ ফুটবল দল ১৮ মার্চ নেপাল যাচ্ছে

স্পোর্টস রিপোর্টার : ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে আগামী ১৮ মার্চ নেপাল যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তার আগেই অবশ্য অনুশীলন ক্যাম্প শুরু করবে লাল-সবুজ দলটির ফুটবলাররা। ক্যাম্পে ডাকা পাওয়া ফুটবলারদের প্রত্যেককে করোনা টেষ্ট করানো হচ্ছে। করোনা রিপোর্ট নেগেটিভ হলেই কেবল নেপাল যাওয়ার সুযোগ থাকবে। তাছাড়া এবার নেপালে যেতে দলের সকলকেই ভিসা নিয়ে যেতে হবে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আগে আমরা অন অ্যারাইভাল ভিসা নিয়ে যেতাম। নেপাল ফুটবল ফেডারেশন থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে ভিসা নিয়ে ফ্লাই করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে দলের ভিসা করে ফেলবো।’বাংলাদেশ ফুটবল দলকে অবশ্য নেপালে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে বাংলাদেশ থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে আরেকবার পরীক্ষা করাতে হবে। যারা নেগেটিভ হবে তারা অনুশীলন করতে পারবে। কখনো ভিসা নিয়ে নেপাল যেতে হয়নি বাংলাদেশের কাউকে। এবার কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘নেপাল থেকে আমন্ত্রণ পাওয়ার পর আমরা যখন তাদের সঙ্গে যোগাযোগ শুরু করি। কতদিন আগে যেতে হবে, কিভাবে যেতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে তখন তারা বলেছিল সেখানে গিয়ে কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে দলের সবাইকে ভিসা নিয়ে যেতে হবে।’ বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘বাংলাদেশ বিমান থেকে ফ্লাইট নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল শুরু না হলে আমাদের চার্টার্র্ড ফ্লাইটে করে দল পাঠাতে হতো। সেভাবেই প্রস্তুতি ছিল আমাদের।’ উল্লেখ্য ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে: বাংলাদেশ, কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও স্বাগতিক  নেপাল। প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।লিগ ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। যদিও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এখনও ফিকশ্চার চূড়ান্ত করেনি। বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, শনিবারের মধ্যে তারা ফিকশ্চার চূড়ান্ত করবেন। টুর্নামেন্টের জন্য শনিবার শুরু হবে অনুশীলন। মতিঝিলের একটি আবাসিক হোটেলে হবে ফুটবলারদের ক্যাম্প। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ফুটবলারদের অনুশীলন। দলের প্রধান কোচ জেমি ডে টুর্নামেন্টের জন্য ২৪ জনকে ক্যাম্পে ডেকেছেন ২৪ ফুটবলার।ষ্ট্যান্ডবাই রয়েছেন ৭ ফুটবলার।

বাংলাদেশ দল: আনিসুর রহমান,বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, শহীদুল আলম সোহেল, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও সুমন রেজা। অপেক্ষমান: মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, আবু শাইদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম ও মোহাম্মদ জুয়েল।

অনলাইন আপডেট

আর্কাইভ