শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আশরাফ আলী চারু'র গুচ্ছছড়া

স্বাধীনতা 

স্বাধীনতা মানেই বুঝি 

মুক্ত পাখির ডানা 

আঁধার ঘেরা দেয়াল মাঝে 

আলোর মশালখানা। 

 

স্বাধীনতা মানেই বুঝি 

ভোরের নতুন আলো 

যেই আলোতে দুখ মিটে যায় 

মিটে সকল কালো। 

 

স্বাধীনতা মানেই বুঝি 

মায়ের স্নেহ আদর 

মন বিছিয়ে গল্প বলার 

একটা নরম চাদর। 

 

 

স্মরণ করি

 

এই ছড়াটা যুদ্ধে শহীদ 

সকল ভায়ের লাগি 

এই ছড়াটা শহীদ বীরের 

দুঃখী মায়ের লাগি। 

 

ধন্য মায়ের ধন্য ছেলে 

জন্মে ছিলেন বলে 

এদেশে তাই স্বাধীন সূর্য 

যায়নি অস্ত তলে। 

 

শহীদ হওয়া সব সেনাদের  

স্মরণ করি সবে 

তা না হলে অকৃতজ্ঞই 

থেকে যাব তবে। 

 

বসন্ত

গাছ সেজেছে সবুজ পাতায়

ডাল সেজেছে ফুলে

আমতলাতে ঘ্রাণ ছুটেছে

আমের কচি বোলে।

 

শিমুল পলাশ কৃষ্ণচুড়ায়

আগুন ঝরা রূপে

বনের পাখি মনের কথা

বলছে চুপে চুপে।

 

খুঁজছে বাসা পাখিরা তার

ডাকছে কোকিল কুহু

উদাস করা মন ছুয়েছে

সুবাস মুহুর্মুহু।

 

ঋতুরাজের সুবাজ ভরা

থাকুক সবার মনে

প্রকৃত হোক সকলের মন

এই বসন্ত সনে।

 

স্বাধীন দেশ

 

সোনাফলা মাঠের ও ধান

আলোর ঝিলিক মেখে

হাসি শেখায় স্বাধীনতার

সবাই হাসি শেখে।

 

চাষা হাসে, সবাই হাসে 

মন ভুলানো ঘ্রাণে,

স্বাধীনমনা হাসি হাসে 

মাঠের পাকা ধানে। 

 

এই দেশেতে জন্ম আমার

এইদেশে বাস করি 

কখনও বা পাখির মতো

 ফুলের মতো মরি। 

 

ধানের দেশে স্বাধীন দেশে 

স্বাধীন মনে চলি 

স্বাধীনতা- স্বাধীনতা

তোর কথা তাই বলি।

পাখির খেলা

 

পাখিগুলো ডাকে যখন 

সবুজ পাতার বনে 

হৃদয়পুরে মন ছুটে যায় 

স্বচ্ছ স্বাধীন মনে।

 

হরেক রঙা পাখি দেখি 

রঙ বাহারি রূপে 

রঙে রঙে মনে আনে 

শান্তি চুপেচুপে ।

 

ডানা মেলে উড়ে চলে

স্বাধীন মনের পাখি,

ইচ্ছে করে রঙতুলিতে

ওসব ছবি আঁকি।

 

নদীর পাড়ে বিলের ধারে

পাখপাখালির মেলা,

আমার দেশে হৃদয়পুরে

শুধুই পাখির খেলা।

 

* আশরাফ আলী চারু‘র জন্ম দশ ফেব্রুয়ারি ১৯৯২ ইং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাউনের চর গ্রামে। বর্তমান বসবাস : কসবা মোল্লাপাড়া, শেরপুর।  প্রকাশিত বই সংখ্যা ৯টি। পুরস্কার: ১টি।  

অনলাইন আপডেট

আর্কাইভ