শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভ্যাকসিন স্বল্পতায় চরম স্বাস্থ্যঝুঁকিতে ফিলিস্তিনীরা

 

৯ ফেব্রুয়ারি, আনাদোলু : করোনার ভ্যাকসিন স্বল্পতায় ফিলিস্তিনীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজাবাসী প্রথম এ ভ্যাকসিন পান। গত ২ ফেব্রুয়ারি এখানকার স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকা দেয়া শুরু হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরাইল তাদের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা মাত্র দুই হাজার ডোজ সরবরাহ করেছেন। গাজায় নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আব্দুল আল নাসের সোবো বলেন, ইসরাইল থেকে পাওয়া দুই হাজার ডোজ থেকে আমরা গাজার স্বাস্থ্যকর্মীদের ৩০০-৫০০ ডোজ টিকা দিতে পারব। অথচ ইসরাইল তার ৯০ লাখ মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষকে এ টিকা দিয়ে ফেলেছে। দখলদার দেশটি বরাবরই ফিলিস্তিনে টিকা দেয়ার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের বলে দাবি করে আসছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ