শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

প্রথম ইনিংসে ৪৩০ রানে থেমেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ থেমেছে পাকিস্তান। প্রথম দিনের খেলায় শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক বাবর আজম এবং ফাওয়াদ আলমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। প্রথম  দিনশেষে পাকিস্তান সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৪৫ রান। সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে মিসবাহ-উল-হকের শিষ্যরা। দ্বিতীয় এবং শেষ টেস্ট জিতে সিরিজ জিততে আত্মপ্রত্যয়ী পাকিস্তান। অন্যদিকে জয় নিয়ে সিরিজ শেষ করতেই মাঠে নেমেছে সফররত দক্ষিণ আফ্রিকা।ম্যাচের শুরুতে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক। কিন্তু  দলীয় ২২ রানের মাথায় টপঅর্ডারের তিনজন সাজঘরে ফেরেন। ওপেনার ইমরান বাট ১৫ রানে ফেরেন। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে রানেই খাতায় খুলতে পারেননি আজহার আলি। আরেক ওপেনার আবিদ আলি আউট হয়েছেন ৬ রানে।এরপর অধিনায়ক চতুর্থ উইকেট জুটিতে ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে ম্যাচে হাল ধরেন অধিনায়ক বাবর আজম। দুজন মিলে ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। বাবর তুলে নেন ক্যারিয়ারের ১৬তম অর্ধশত রান। তিনি অপরাজিত রয়েছেন ৭৭ রানে। আর ফাওয়াদ আলম অপরাজিত রয়েছেন ৪২ রানে।ম্যাচে ৫৮ ওভারের খেলা শেষ হলে বৃষ্টি শুরু হয়। এরপর মাঠ আর খেলার উপযোগী না থাকলে সেখানেই দিনশেষ করে দুই আম্পায়ার। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন কেশাব মাহারাজ। আর একটি উইকেট নেন এনরিখ নর্টজে।দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ৪৩০ রানে থামে পাকিস্তান। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা এরিপোর্টস লেখা পর্যন্ত ২ উইকেটে ৭২ রান করে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ