মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪
Online Edition

গোমস্তাপুরে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”-এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মুজিব বর্ষে কোভিব-১৯ এর স্থাথ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক সেমিনার করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী (কমিশনার)ভূমি শাহরিয়ার নজির।স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ খাদ্য নিরাপত্তা কর্মকর্তা শামীম আহমেদ।আরো বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন,উপজেলা মৎস কর্মকর্তা আমানুল্লা খান,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী,উপজেলা স্যানেটেরি ইন্সপেক্টর অফিসার রুবিনা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, এ্যাডভোকেট শফিকুল ইসলাম বুলু, রহনপুর মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক আব্বাস আলী,আড্ডা সতেজ বেকারী মালিক আব্দুল ওহাব,পুকুর ব্যবসায়ী শহিদুল ইসলাম,সরকার ডেইরী ফার্মমালিক সলেউদ্দীন সরকার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ