শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ॥ লড়াই হবে ত্রিমুখী

গোমস্তাপুর (চাঁপাইনাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিনরাত নির্ঘুম খেটে চলছেন তারা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটের সাথে দোয়াও চাচ্ছেন। পোষ্টার, লিফলেট, হ্যান্ডবিল আর মাইকযোগে নির্বাচনি গানে ভরপুর এলাকা। নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চলছে শেষ মুহুর্তের হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থী ছাড়াও দুই দলের বিদ্রোহী একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের আমেজ একটু ভিন্ন। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাড়িয়ে তাদের অবস্থান শক্ত করেছেন। সাধারণ ভোটারগণ চান, একজন যোগ্য মেয়র নির্বাচিত হয়ে আসুক। পৌরসভার প্রধান সমস্যা যেমন রাস্তাঘাট, ড্রেনেজ ও পয়ঃনিস্কাষন ব্যবস্থা, মাদকমুক্ত এলাকাসহ সব মিলিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করায় নতুন মেয়রের কাছে প্রত্যাশা এলাকাবাসীর। বাগান পাড়া মহল্লার শরিফ বলেন, তাদের এলাকায় বর্ষা-বন্যায় রাস্তাঘাট ডুবে যায়। জলাবদ্ধতায় দূর্গন্ধ ছড়ায়। এ থেকে মহল্লাবাসী পরিত্রান চায়। প্রসাদপুর হটাৎ পাড়া মহল্লার সোহেলের মতে, তাদের এলাকাতেও সামান্য বৃষ্টির পানিতে ঘর-বাড়ি ডুবে যায়। বার বার বলেও এর প্রতিকার পাইনি তারা। নতুন মেয়রের কাছে তাদের দুরাবস্থা দূর করার ব্যবস্থা চান তিনি। আগামী নির্বাচনে নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমদ বলেন, নির্বাচিত হলে তিনি তার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াস জানান, তিনি মেয়র থাকা অবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন। বিজয় পেলে তার ধারাবাহিকতা বজায় রাখবেন। এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান বলেন, নৌকা প্রার্থীর কর্মী-সর্মথকরা প্রতিনিয়ত তার কর্মী-সর্মথকদের হুমকি প্রদান করছে। নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠ পরিবেশে অবাধ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ জন্য তিনি প্রশাসন, সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। পর্যেবেক্ষক মহলের মতে, এবারের নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী।

অনলাইন আপডেট

আর্কাইভ