বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় হতাহত তিন পরিবারেকে জামায়াতের নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জ (সলঙ্গা) সংবাদদাতা: যেখানে শোনেন গরীব অসহায় রোগী ও ছিন্নমূল পরিবারের মানুষ, ঠিক সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল উল্লাপাড়া উপজেলা থানার গণমানুষের নেতা মাওলানা রফিকুল ইসলাম খানের সার্বিক সাহায্যে সহযোগিতায় সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটানায় তিনটি অসহায় গরীব পরিবারে নগদ অর্থ ও অনুদান নিয়ে বট বৃঙ্গের মত পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা। জানা যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের ফজলার ফকিরে ছেলে আজাদ ফকির উনুঁখা গ্রামের শাজহানের আলীর ছেলে শাহাৎত হোসেন ও একই গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুল খালেক এক মাস আগে সিরাজগঞ্জ কাশেমপুর মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন। চিকিৎসারত অবস্থায় ফজলার ফকির মারা যান। মৃত ফজলার ফকিরের পরিবারের জন্য  নগদ পঞ্চশ হাজার টাকা, মাথায় আঘাত প্রাপ্ত গুরুতর আহত শাহাৎত হোসেন ও ডান পা ভাঙ্গা আব্দুল খালেকে নগদ দশ হাজার করে টাকা। রোগীদের চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি নিয়মিতভাবে তাঁদের খোঁজ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান। তার পক্ষে নগদ অর্থসহ অনুদান প্রদান করেন সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা শাহিনূর আলম। গত বুধবার সংগঠনটির নেতা কর্মীরা রামকৃৃষ্ণপুর ইউনিয়নের গরীব ও অসহায় রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি নিয়মিত তাঁদের খোঁজ খবর নেন।
এই সময় নগদ অর্থ পেয়ে খুশি ভুক্তভুগীদের পরিবার। তারা এই অর্থ পেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দীর্ঘ আয়ু দোয়া ও উত্তর উত্তর  উন্নতি কামনা করেছেন। তারা আরো এই প্রতিনিধিকে বলেন, অন্ততঃপক্ষে কিছুটা হলেও এই টাকা দিয়ে আমরা চিকিৎসা চালাতে পারবো ইনশল্লাহ।

অনলাইন আপডেট

আর্কাইভ