বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বর্ষসেরার পুরস্কারে ম্যাক্সওয়েলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। তবু এর মধ্য থেকেই বর্ষসেরা ব্যাটিং ও বোলিং ইনিংসের পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের বর্ষসেরা পুরস্কারের ১৪তম সংস্করণ এটি।টেস্টে দুইটি পারফরম্যান্সই গেছে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফির পারফরম্যান্সের ওপর। বোলিংয়ে বর্ষসেরা পারফরম্যান্স হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের বিপক্ষে এডিলেইড টেস্টে জশ হ্যাজলউডের ৮ রানে ৫ উইকেট নেয়া বোলিং ফিগারটি। মেলবোর্নে পরের ম্যাচে সেঞ্চুরি করে ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন অজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন জিতেছেন বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। করোনা জর্জরিত বছরে তিনি ১৬ আন্তর্জাতিক ইনিংসে শিকার করেছেন ৩১টি উইকেট। এর মধ্যে শুধু টেস্টে মাত্র ১৪.৪৪ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। যা নিউজিল্যান্ডকে এক নম্বরে উঠতে নিয়ামক ভূমিকা পালন করেছে।২০২০ সালে সারাবছর মিলে খেলা হয়েছে মাত্র ৪৪টি ওয়ানডে। যা ২০১৯ সালের এক তৃতীয়াংশেরও কম। তবু এর মধ্য থেকেই ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে নেমে ৯০ বলে ১০৮ রানের ইনিংস খেলার সুবাদে এটি জিতেছেন তিনি।  এর আগে গত দুই বছর টি-টোয়েন্টির সেরা ব্যাটিংয়ে পুরস্কার জিতেছিলেন ইতিœ। ওয়ানডেতে বোলিংয়ের সেরা পুরস্কার গেছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির হাতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪৯ রানে ৫ উইকেট নেয়ার পর সুপার ওভারে মাত্র ২ রানে নিয়েছিলেন ২ উইকেট। যা কি না আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে সবচেয়ে কম রান খরচ করার বিশ্বরেকর্ড।

 

অনলাইন আপডেট

আর্কাইভ