শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ নির্দিষ্ট সময়েই

স্পোর্টস রিপোর্টার: আগামী সেপ্টেম্বরে নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের সর্বশেষ সভায় টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর।তবে একই মাসে তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে বিওএ ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তার কথা উঠেছিল।সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল সাংবাদিকদের বলেছেন, ‘সেপ্টেম্বরের পরে সাফ চ্যাম্পিয়নশিপ নেয়ার সুযোগ নেই। কারণ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পরবর্তী আসর অক্টোবরে শুরু করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাদের এই লিগ চলবে ৮ মাস। তাই সেপ্টেম্বরেই আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ করতে হবে।’১০ থেকে ১৯ সেপ্টেম্বর ইসলামিক সলিডারিটি গেমস হলেও তাতে তেমন কোনো সমস্যা হবে না উল্লেখ করে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ ও পাকিস্তান। মনে করি না যে, এই গেমস সাফ চ্যাম্পিয়নশিপের কোনো সমস্যা করবে। এ নিয়ে বাফুফের সঙ্গে কথা বলব।’বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে জাতীয় দল। ইসলামিক সলিডারিটি গেমসে আমরা দ্বিতীয় দল (অনূর্ধ্ব-২৩) পাঠিয়ে দেব। এই গেমস ফুটবলে আমরা দল পাঠালেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো সমস্যা হবে না। সাফ সম্পাদকের সঙ্গে কথা বলে দুই একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব।’

অনলাইন আপডেট

আর্কাইভ