শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অভিষেকেই তিন উইকেট পেসার হাসান মাহমুদের

স্পোর্টস রিপোর্টার : অভিষেকেই চমকে দিলেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেই নিলেন ৩ উইকেট।  তার এই তিন উইকেট নেয়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানেই গুটিয়ে দিয়েছেন টাইগাররা। গতকাল মিরপুরে প্রথম ওয়ানডে খেলতে নেমে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন ২১ বছর বয়সী হাসান মাহমুদ। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দারুণ একটা পেস আক্রমণ গড়ে তুলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই ভাবনা থেকেই ওয়ানডে দলে হাসান মাহমুদ। অনেকটা ভাগ্যের জোড়েই সেই সুযোগটা পেয়েছেন মাহমুদ। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন এখনো পুরো ফিট হয়ে উঠেননি। সেই কারণেই তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে মাহমুদকে মাঠে নামিয়ে দেয় বাংলাদেশ। কবে মাত্র ছয় ওভার বোলিং করেছেন মাহমুদ। তাতেই নিজের ছাপটা রেখেছেন। ৬-১-২৮-৩। ছয় ওভার বোলিং করে মাত্র ২৮ রান খরচায় উইকেট নিয়েছেন তিনটি, একটা ওভার মেডেনও আদায় করে নিয়েছেন। ২০১৮ সালের যুব বিশ্বকাপে আলো ছড়ানো মাহমুদ চোটের কারণে মাঠের বাইরে ছিলেন পাক্কা দেড় বছর। চোট কাটিয়ে ফিরে ইমার্জিং এশিয়ান কাপ, বিপিএলে দারুণ পারফর্ম করেছেন। তামিমই ওয়ানডে অভিষেক ক্যাপ পড়িয়ে দিয়েছেন মাহমুদকে। দীর্ঘদেহী পেসার নিশ্চয় চাইবেন শুরুর এই ফর্ম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ