শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অনলাইনে “আন্তঃধর্মীয় সম্প্রীতি” শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভা

গত রোবার রাত ৮-০০টায়, অনলাইনে “আন্তঃধর্মীয় সম্প্রীতি” শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে ছিলেন, ড. মোহাম্মদ আবদুল মুজিদ, সাবেক সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমরবীদ কর্নেল (অব.) আশরাফ আল দীন এবং লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক জাহিদ আবেদীন। অনুষ্ঠানে বক্তারা আন্তঃধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করে বলেন, ধর্ম মানেই শান্তি, ধর্ম মানেই সম্প্রীতি। কোনো ধর্মই মানুষকে মন্দ কাজ করতে উৎসাহিত করে না। মানুষ ধর্ম পালনের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখে। কোনো ধর্মই মানুষকে উগ্রতার দিকে ঠেলে দেয় না। সাম্প্রদায়িকতা মনুষ্য সৃষ্টি। বিশ্বে যত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, তার জন্য স্বার্থান্বেষী মানুষের আগ্রসী মনোভাবই দায়ী। বক্তারা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান। উল্লেখ্য, অনুষ্ঠানটি “বিক্রমপুর টিভি” অনলাইন পেজ থেকে সম্প্রচারিত হয়

অনলাইন আপডেট

আর্কাইভ