ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ

সংগ্রাম অনলাইন ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা প্রদেশে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। সিরিয়া থেকে বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (শুক্রবার) সকালে রাক্কা প্রদেশের তাল আল সামান এলাকায় রুশ সামরিক ঘাঁটির প্রবেশপথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে।

গাড়িটিতে আগে থেকেই বোমা পেতে রেখেছিল সন্ত্রাসীরা।

সন্ত্রাসী গোষ্ঠী হারাস আদদিন বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। 

গত কয়েক দিনে সিরিয়ায় আরও কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে সিরিয়ার পশ্চিমে হামা প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।বুধবার দেশের পূর্বাঞ্চলে দেইর আজ জোর প্রদেশে একটি বাস লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এর ফলে বাসে আগুন ধরে যায় এবং কয়েক ডজন মানুষ হতাহত হয়।

গত কয়েক মাসে সিরীয় সেনাবাহিনীর কাছে একের পর এক পরাজয়ের পর সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন সেদেশের আবাসিক এলাকাগুলোতে নিরীহ মানুষদের ওপর বোমা, রকেট ও মর্টার হামলা শুরু করেছে।#

-পার্সটুডে

অনলাইন আপডেট

আর্কাইভ