শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছড়া

শুভ নতুন বছর

শঙ্খশুভ্র পাত্র

 

দু'হাজার একুশের শুভ জানুয়ারি

এসে যেতে চারদিকে খুশি-খুশি ভারি

মন বলে, আমরা কি সহজেই হারি ?

ভাব নিয়ে চিরকাল ভুলে গেছি আড়ি । 

 

দু'হাজার একুশের মাস জানুয়ারি

করোনার নেই ত্রাস, নেই বাড়াবাড়ি

ঝকঝকে আকাশের রাঙা-নীল শাড়ি...

নির্জনে কাঁপে ঝাউ ধু ধু বালিয়াড়ি । 

 

দু'হাজার একুশের প্রিয় জানুয়ারি

ইচ্ছে তো হয় দূরদেশে দিই পাড়ি

দেখব অচেনা লোক, কত ঘর-বাড়ি

চাইলেই ভালোবেসে আলো হতে পারি । 

 

 

শীতের পাখি

শাহীন খান

 

শীতের পাখি

নাম জোনাকি

মিষ্টি গলা তার

দেখতে ভালো

ঠোঁটটি কালো

রংয়েরই বাহার।

 

প্রাণ ভরে সে

গান করে সে

জেগে ওঠে পাড়া

বেড়ায় উড়ে

এবং ঘুরে

হয় সে পাগলপারা।

 

খোকার স্বপ্ন

আজিজ হাকিম

 

স্বপ্ন দেখে রোজই খোকা

ঈগল হবে আকাশে;

চাঁদমামাকে প্রশ্ন করে

জানবে কেন বাঁকা সে!

 

মেঘের দেশে মেঘের সাথে

জানবে খোকা আলাপে;

বৃষ্টি হলেই বাইরে যেতে

কেন খোকার পা লাফে?

 

গুমুর গুমুর শব্দ কিসের

শনশনা শন বাতাসে

শীতে কেন ঝিম কুয়াসে

গায়ে মুড়ায় কাঁথা সে।

 

বলবে খোকা আকাশ কেন

নীল রঙেতে আঁকানো?

প্রিয় কেন ছোট্ট খোকার

তারই দিকে তাকানো?

 

 

নতুন বছর

সুলতানা জাকিয়া

 

একটি বছর কেটে গেল

সুখও দুঃখের মাঝে

আরেক বছর নতুন করে

পেলাম স্বপ্ন সাজে।

 

নতুন বছর নতুন করে

নতুন কিছু শেখায়

ইচ্ছেগুলো হাওয়ার মাঝে

স্বপ্নগুলো লেখায়।

 

কিছু ভুল আর কিছু ফুল

রইল জীবন জুড়ে

নতুন বছর সে ভুলগুলো

যাকনা হাওয়ায় উড়ে।

 

হাজার রঙের ভালোবাসায়

বাঁধবো প্রতিদিন

সুখের স্মৃতি করবে এসে

জীবনকে রঙিন।

 

 

শীতের সকাল 

মাহমুদ সালিম

 

কনকনে শীত মৃদু হাওয়া

গাছের পাতা নড়ে 

বিন্দু বিন্দু শিশির কতা

পাতা ছুঁয়ে পড়ে।

 

ঠান্ডা হিমেল বাতাস এসে

জানান দিল তবে

শীতের সকাল আসল বুঝি

হৃদয় অনুভবে।

 

শীত সকালে পাপড়ি মেলে

নানান রকম ফুল

গাছের ডালে পাখি নাচে

দোদুল দোদুল দুল।

 

শীতের দিনে ভাপা পিঠা 

খেতে ভারি মজা 

আরো মজা তার সাথে ঠিক

খেতে তিলের গজা।

 

নতুন বছর

আবদুল্লাহ শাকের

 

নতুন বছর নতুন করে

নাড়ল এসে কড়া

পুরনো বছর নতুন করে

আর দেবে না ধরা।

 

দিন পেরিয়ে মাস পেরিয়ে

সময় গেল ঝরে

যায় কমে যায় জীবন থেকে

আয়ু যেমন করে।

 

ভুলে গিয়ে অতীত দিনের

দুঃখ-ঝরা-গ্লানি

এই জীবনের বাঁকে বাঁকে

নতুন প্রভাত আনি।

 

নতুন বছর নতুন করে

পথচলা হোক শুরু

উদ্যমতায় সময় কাটুক

এই জীবনের পুরো।

 

শীত সকালে

আবু তালহা রায়হান

 

শীত সকালে ছোট্ট খোকা

ঘরে বসে থাকে

হিমকুয়াশা মিষ্টি রোদে

যায় না দেখা তাকে।

 

কিচিরমিচির পাখির আওয়াজ

খোকার কানে আসে

ছোট্ট খোকা ঘরে বসে

একলা মনে হাসে।

 

বাংলাদেশ

দ্বীন মোহাম্মাদ দুখু 

 

বাংলাদেশের সবুজ বুকে

সূর্যের হাসি লাল,

রক্ত দিয়ে কেনা হাসি

থাকবে চিরকাল। 

 

জোছনা রাতে দেশের ছবি 

জুড়ায় দুটি চোখ,

দেশের মাটি গায়ে মেখে

আমার মরণ হোক।

অনলাইন আপডেট

আর্কাইভ