শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেত্রকোনা পৌর নির্বাচনকে ঘিরে আ’লীগ বিএনপি ও স্বতন্ত্র ১৩ প্রার্থীর গণসংযোগ

দিলওয়ার খান: নেত্রকোনা পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে তৎপর ১৩ প্রার্থীর মধ্যে ১১ জনই আওয়ামী লীগের। বিএনপির মনোনয়ন পেতে মাঠে সক্রিয় রয়েছেন মাত্র দুজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থীরা ঈদুল ফিতর, ঈদুল আযহা, দলের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং শারদীয় দুর্গোৎসবে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে এলাকায় অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক-১ ও বর্তমান মেয়র নজরুল ইসলাম খান, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, মহিলাবিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমি, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান হাফিজ উদ্দিন অপল, সরকারি কলেজের সাবেক ভিপি দেব শংকর রায় দেবু, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, নাগরিক আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট খানে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী ও জেলা পরিষদের সদস্য সৈয়দ বজলুর রশিদ।
বিএনপির মনোনয়ন আগ্রহীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের বড় ছেলে জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি।
মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র নজরুল ইসলাম খান বিগত নির্বাচনে বিজয়ের পর অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। গত ৫ বছরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৩১ কিলোমিটার পাকা রাস্তা, জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে ৪ কিলোমিটার ড্রেন নির্মাণ, শহরের মোক্তারপাড়া, নাগড়া, থানার মোড়, সাতপাই, মালনী রোড থেকে ইসলামপুর পর্যন্ত ফুটপাত, অত্যাধুনিক মরহুম আব্বাছ আলী খান মিলনায়তন নির্মাণ করেন। করোনা সংকটে সড়কে জীবাণুনাশক ছিটানো, চাল বিতরণ, মাস্ক বিতরণসহ মরহুম আব্বাছ আলী খান স্মৃতি পরিষদের পক্ষ থেকে অসহায়দের সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন।
অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন একজন সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বিগত পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
মেয়র পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা করছেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমি। নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন।
মনোনয়ন আগ্রহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে তিনি মতবিনিময় সভা করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ